প্রতিনিধি মিঠামইন : মিঠামইন উপজেলার ১নং গোপদিঘী ইউনিয়নে অতি বৃষ্টির কারণে গোপদিঘী বাজারের গুরুত্বপ‚র্ণ রাস্তাটি ভেঙ্গে জনদ‚র্ভোগের অন্ত নেই। ক্রমাগত বৃষ্টির কারণে গতকাল গোপদিঘীর গুরুত্বপ‚র্ণ রাস্তাটি গোপদিঘী স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের নিকট বিধ্বস্ত হয়।
ফলে জনসাধারণের চলাচলে মারাত্মক বিঘ্ন ঘটায়। এই রাস্তা দিয়ে প্রতিদিন আসা-যাওয়া করে হাজার হাজার লোক এবং অটোরিকশা, সিএনজি ও ট্রাক। পাশে রয়েছে স্কুল সহ গুরুত্বপ‚র্ণ প্রতিষ্ঠানসম‚হ।
গত বছর অক্টোবর মাসে এই রাস্তাটি অতিবৃষ্টির কারণে হাসপাতালের সীমানা বেষ্টনী প্রাচীর ও সংলগ্ন রাস্তা ভেঙ্গে যায়। আশেপাশের পাড়া হতে নির্গত বৃষ্টির পানি গড়িয়ে পড়ে হাসপাতালের ভিতরের বিরাট মাটি ভাঙ্গন ও ৬০ মিটার সীমানা প্রাচীর ধসে পড়ে। জনগণের চলাচলের মারাত্মক ব্যাঘাত সৃষ্টি হয়।
সংশ্লিষ্ট কর্মকর্তাগণ এই ভাঙ্গন পরিদর্শন করেন এবং মেরামতের প্রতিশ্রুতি দেন। স্থানীয়ভাবে রাস্তাটি আশু মেরামত করা হলেও এবারের বর্ষার অতিবৃষ্টিতে আবারো ভাসিয়ে নিয়ে যায় এবং রাস্তাটি সম্প‚র্ণ ভেঙ্গে গিয়ে চলাচলের সম্প‚র্ণ অনুপযোগী হয়ে পড়ে। এলাকাবাসীর প্রত্যাশা যে, জনস্বার্থে মাটি ভরাট, রাস্তা মেরামত ও পানি নিষ্কাশনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ একান্ত প্রয়োজন।