মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ১১:১৪ অপরাহ্ন

অন্যায়কারীর বিপক্ষে কঠোর অবস্থান গ্রহণ করুন: পুলিশ সুপার

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৪
  • ৫৮ Time View

স্টাফ রিপোর্টার : জেলার আইন-শৃঙ্খলা এবং জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ প্রশাসনের পাশাপাশি গণমাধ্যমকর্মীদেরকে অন্যায় এবং অন্যায়কারীর বিপক্ষে কঠোর অবস্থান গ্রহণ করতে আহ্বান জানিয়েছেন কিশোরগঞ্জ জেলার দায়িত্বপ্রাপ্ত নতুন পুলিশ সুপার মোহাম্মদ হাসান চৌধুরী বিপিএম। গতকাল জেলা পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত গণমাধ্যমকর্মীদের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভায় এ আহ্বান জানান।

গত ৫ আগস্ট ছাত্র-জনতার গণ অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর পরিবর্তিত পরিস্থিতিতে সারা দেশে সরকারি বিভিন্ন বিভাগের পাশাপাশি পুলিশ প্রশাসনেও ব্যাপক রদ-বদল ঘটে। তারই ধারাবাহিকতায় গত ৩১ আগস্ট কিশোরগঞ্জ জেলার পুলিশ সুপারের দায়িত্ব পান মোহাম্মদ হাসান চৌধুরী বিপিএম।

গতকাল মঙ্গবার সকাল সাড়ে ১১টায় পুলিশ সুপারের কার্যালয়ে কিশোরগঞ্জ জেলায় দায়িত্বরত বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিদের সাথে পুলিশ সুপারের পরিচিতি এবং প্রথম মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভার শুরুতে পুলিশ সুপার প্রত্যেক গণমাধ্যমকর্মীর সঙ্গে ব্যক্তিগতভাবে পরিচিত হন এবং করমর্দন করেন। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. মোস্তাক সরকার এবং অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অ্যাপস) মো. আল আমিন হোসাইন।

পুলিশ সুপার মতবিনিময় সভায় উপস্থিত গণমাধ্যমকর্মীদের কাছে তাদের মতামত এবং জেলার আইন-শৃঙ্খলা সংক্রান্ত সমস্যার কথা জানতে চান। উন্মক্ত মতামত পর্বে গণমাধ্যমকর্মীরা বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। সেগুলোর মধ্যে মোটা দাগে চুরি, নেশা-মাদক, যানজট, ফুটপাত দখল, নিয়ন্ত্রণহীন অটোরিক্সার আধিক্য, ইভটিজিং, অবৈধ বালু উত্তোলন, তুচ্ছ ঘটনায় মারা-মারি, দুর্গাপূঁজা উপলক্ষে বিশেষ নিরাপত্তা গ্রহণ, থানায় তথ্য চেয়ে না পাওয়া, কোনা দুর্ঘটনা ঘটার পর থানায় পুলিশকে অবগত করার পরও পুলিশ না যাওয়া ইত্যাদি।

পুলিশ সুপার মোহাম্মদ হাসান চৌধুরী বিপিএম বলেন, দেরিতে হলেও আপনাদের সাথে পরিচিত হতে পেরে আমি আনন্দিত। আপনাদের মতামতগুলো আমি অত্যন্ত গুরুত্বের সাথে নিলাম এবং সমাধানে আমার বাহিনীকে নিয়ে সর্বোচ্চ প্রয়াস চালিয়ে যাব। আমি বিশ্বাস করি, আমাদের প্রচেষ্টার সাথে আপনাদের সহযোগিতা থাকলে কিশোরগঞ্জ জেলা অপরাধমুক্ত জননিরাপদ একটি জেলায় পরিণত হবে।

আমি দায়িত্ব নেবার পর পরই কিশোরগঞ্জের ১৩টি থানার অফিসার ইনচার্জদের নিয়ে বসেছিলাম পুলিশকে তাদের স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে। ধীরে হলেও পুলিশ তার স্বাভাবিক কার্যক্রমে ফিরে আসছে। রাতে চুরি-ছিনতাই রোধে পুলিশের টহল চৌকি বাড়ানো হচ্ছে। যানজট নিরসনের লক্ষ্যে ইতমধ্যে কিছু উদ্যোগ নিয়েছি, কিছুদিনের মধ্যেই তা দৃশ্যমান হবে।

তিনি আরো বলেন, অন্যায় প্রতিরোধে জন সচেতনতা এবং জন সম্পৃক্ততা খুবই জরুরি। আর জন সচেতনতা বৃদ্ধিতে গণমাধ্যমকর্মী গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেতে পারেন। তাই আপনাদের সহযোগিতা একান্ত প্রয়োজন। আপনারা অপনাদের লেখনির মাধ্যমে গণ সচেতনা সৃষ্টি এবং মাদকের ক্ষতির দিকে তোলে ধরবেন। বাদীকে নয়, অন্যায় এবং অন্যায়কারীর বিপক্ষে দৃঢ় অবস্থান গ্রহণ করুন।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলায় দায়িত্বরত বিভিন্ন সংবাদপত্র, টেলিভিশন এবং অনলাইন ভিত্তিক গণমাধ্যমের বিভিন্ন কর্মীবৃন্দ।

আপডেট সংবাদ পেতে শতাব্দীর কন্ঠ পড়ুন, শেয়ার করে সাথে থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
All rights reserved © Shatabdir Kantha . Developed by SDTT Academy & Tech Liberty