মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ০৮:৩৫ পূর্বাহ্ন

অবশেষে জয়ের দেখা পেল পাকিস্তান

Reporter Name
  • Update Time : বুধবার, ১২ জুন, ২০২৪
  • ১০৮ Time View

স্টাফ রিপোর্টার : অবশেষে বিশ^কাপে জয়ের দেখা পেল পাকিস্তান। তবে তাতে কতোটা লাভ হলো তা সময়ই বলে দেবে। নিউইয়র্কের নাসাউ কাউন্টি ক্রিকেট স্টেডিয়ামে বাবর আজমের দল কানাডাকে হারিয়েছে ৭ উইকেটে। শুধু জিতলেই চলবে না পাকিস্তানকে, রান রেটটাকেও রাখতে হবে স্বাস্থ্যবান। যুক্তরাষ্ট্রকে (০.৬২৬) টপকে যেতে ১৩.৫ ওভারের মধ্যে জিততে হতো পাকিস্তানকে। জয়ের পর তাদের রান রেটে দাঁড়য়েছে ০.১৯১-এ।

টস জিতে বাবর আজম ব্যাট তোলে দেন সাদ বিন জাফরের হাতে। উদ্বোধনী ব্যাটসম্যান অ্যারন জনসন ৪৪ বলে ৫২, জাফর ২১ বলে ১০, কলিম সানার ১৪ বলে ১৩ রানের সঙ্গে ডিলন হেইলিগারের ১১ বলে ৯ রানের সৌজন্যে কানাডা ২০ ওভারে ৭ উইকেটে ১০৬ রান তোলে।

ইফতিখার আহমেদের স্থলে উদ্বোধনী ব্যাটসম্যান সাইম আইয়ুবকে নিলেও ১১ বলে ৬ রান করায় কোন সুফল আসেনি। বাবর-রিজওয়ান জুটির ওপরই ভর করতে হয় পাকিস্তানকে। বাবর-রিজওয়ান জুটিতে ৬২ বলে ৬৩ রান আসে। বাবর ৩৩ বলে ৩৩ রান করে বাবর আউট হলেও ৫৩ বলে ৫৩ রান করে অপরাজিত থাকেন মোহাম্মদ রিজওয়ান।

উইকেটকিপার কাম ব্যাটসম্যান রিজওয়ানের অর্ধশত ইনিংসটি এবারের বিশ্বকাপে পাকিস্তানের কারও প্রথম অর্ধশতক। পাকিস্তানি বোলাদের মধ্যে আমির ২/১৩, হারিস ২/২৬ এবং ১টি করে উইকেট নেন আফ্রিদি, নাসিম শাহ। শাদাব খানের পর দ্বিতীয় পাকিস্তানি বোলার হিসেবে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ১০০ উইকেটের মাইলফলকও ছুঁয়েছেন হারিস।

সংক্ষিপ্ত স্কোর :
কানাডা : ১০৬/৭ (২০), জনসন ৫২, সাদ ১০, সানা ১৩; আমির ২/১৩, রউফ ২/২৬, নাসিম ১/২৪, আফ্রিদি ১/২১।

পাকিস্তান : ১০৭/৩(১৭.৩), রিজওয়ান ৫৩*, বাবর ৩৩; হেলিগার ২/১৮, গর্ডন ১/১৭।

ফল : পাকিস্তান ৭ উইকেটে জয়ী।
ম্যান অব দ্য ম্যাচ : মোহাম্মদ আমির (পাকিস্তান)।

আপডেট সংবাদ পেতে শতাব্দীর কন্ঠ পড়ুন, শেয়ার করে সাথে থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
All rights reserved © Shatabdir Kantha . Developed by SDTT Academy & Tech Liberty