মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ০২:০১ পূর্বাহ্ন

অবশেষে টি-টোয়েন্টি বিশ্বকাপে ম্যাচ জিতল বাংলাদেশের মেয়েরা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৩ অক্টোবর, ২০২৪
  • ৫০ Time View

শতাব্দী ডেস্ক : দীর্ঘ্য ১০ বছর পর টি-টোয়েন্টি বিশ্বকাপের ৪টি আসরে ১৭তম ম্যাচে অবশেষে জয়ে দেখাল পেল বাংলাদেশের নারী ক্রিকেট দল। গতকাল টি-টোয়েন্টি বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে স্কটল্যান্ডকে ১৬ রানে হারিয়ে নিগার সুলতানার দল এ কীর্তি অর্জন করে।

টসে জিতে ব্যাটিংয়ে নেমে বাংলাদেশ মোটামুটি একটা সংগ্রহ দাঁড় করায়। ৭ উইকেটে ১১৯ রানের পুঁজিকেই জয়ের জন্য যথেষ্ট প্রমাণ করে বোলাররা। স্কটল্যান্ডকে তারা ৭ উইকেটে ১০৩ রানেই আটকে দেন।

ওভার প্রতি ৬ রানের লক্ষ্য নিয়ে ব্যাট করতে নামা স্কটিশদের বড় পরীক্ষায় ফেলেন রিতু মনি। ডানহাতি এই মিডিয়াম পেসার ৪ ওভারে ১৫ রান দিয়ে নেন ২ উইকেট। বাংলাদেশের বোলিংয়ে সাফল্যের শুরুটা অবশ্য ফাহিমা খাতুনের হাত ধরে। ইনিংসের তৃতীয় ওভারেই সাসকিয়া হরলিকে ফেরান তিনি। পাওয়ারপ্লের শেষ ওভারে ক্যাথরিন ব্রাইসকে ফেরান মারুফা আক্তার।

প্রথম ৬ ওভারে ৩১ রানে ২ উইকেট নিয়ে স্কটল্যান্ডের ইনিংসে নিয়ন্ত্রণ করতে শুরু করে বাংলাদেশ, যা পরের দিকে শুধু বেড়েছেই। শেষ পাঁচ ওভারে ৪৮ আর শেষ দুই ওভারে ৩১ রানের সমীকরণ না মেলাতে পেরে পরিষ্কার ব্যবধানেই হারে প্রথমবার বিশ্বকাপ খেলতে আসা স্কটল্যান্ড।

রিতুর ২ উইকেটের বাইরে ১টি করে উইকেট নিয়েছেন নাহিদা, মারুফা, ফাহিমা ও রাবেয়া। এর মধ্যে ক্যাথারিন ফ্রেসারকে আউট করে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ১০০ উইকেটের মাইলফলক স্পর্শ করেন নাহিদা। বাংলাদেশের বোলারদের মধ্যে এটি প্রথম কীর্তি, সব মিলিয়ে মেয়েদের ক্রিকেটে ১৪তম।

বাংলাদেশি ব্যাটারদের মধ্যে মোশতারি ৩৮ বল খেলে ২ চারে করেন ৩৬ রান, সাথির ব্যাট থেকে আসে ৩২ বলে ৩১। এ ছাড়া শততম টি-টোয়েন্টি খেলতে নামা অধিনায়ক নিগার করেন ১৮ বলে ১৮ রান।

স্কটিশদের হারানোর আগে বাংলাদেশ টি-টোয়েন্টি বিশ্বকাপে সর্বশেষ জিতেছিল ২০১৪ সালে। সেবার সিলেটে নবম স্থান নির্ধারণী ম্যাচে আয়ারল্যান্ডকে ১৭ রানে হারিয়েছিল বাংলাদেশ। এরপর টানা চারটি আসরে ১৬ ম্যাচে মাঠ ছাড়তে হয়েছে হার নিয়ে।

এবারের আসরে বাংলাদেশ তাদের পরের ম্যাচ খেলবে ৫ অক্টোবর ইংল্যান্ডের বিপক্ষে। ‘বি’ গ্রæপে নিগারদের অন্য দুই প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ ও দক্ষিণ আফ্রিকা।

সংক্ষিপ্ত স্কোর : বাংলাদেশ: ২০ ওভারে ১১৯/৭ (মোশতারি ৩৬, সাথি ২৯, নিগার ১৮, মুরশিদা ১২, ফাহিমা ১০; হরলি ৩/১৩, ফ্রেসার ১/২৩)। স্কটল্যান্ড: ২০ ওভারে ১০৩/৭ (ব্রাইস ৪৯, লিস্টার ১১; রিতু ২/১৫, মারুফা ১/১৭, নাহিদা ১/১৯)।

ফল: বাংলাদেশ ১৬ রানে জয়ী। ম্যান অব দ্য ম্যাচ: রিতু মনি।

আপডেট সংবাদ পেতে শতাব্দীর কন্ঠ পড়ুন, শেয়ার করে সাথে থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
All rights reserved © Shatabdir Kantha . Developed by SDTT Academy & Tech Liberty