কুলিয়ারচর (কিশোরগঞ্জ) প্রতিবেদক : অবশেষে রক্ষা পেল কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলা ডাকঘর প্রাঙ্গণে অবস্থিত স্বাধীনতা আন্দোলনের প্রতীক পুরনো আম গাছটি। বুধবার (৮ মে) দুপুরে উপজেলা পোস্ট মাস্টার ফাতেমা ইয়াসমিন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, এলাকাবাসীর দাবির প্রেক্ষিতে জাতীয় ও স্থানীয় দৈনিক পত্রিকায় প্রকাশিত সংবাদের ভিত্তিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী উপজেলা ডাকঘরের সামনে অবস্থিত পুরনো আম গাছ ও কাঁঠাল গাছগুলো রক্ষা করেই নতুন ভবনের রাস্তার উন্নয়ন কাজ করা হচ্ছে।
উল্লেখ্য যে, গত ১ মে ‘দৈনিক শতাব্দীর কণ্ঠ’ পত্রিকায় ‘স্বাধীনতা আন্দোলনের প্রতীক পুরনো আমগাছ না কেটে উপজেলা ডাকঘরের রাস্তা করার দাবি এলাকাবাসীর’ শিরোনামে একটি সংবাদ প্রকাশের পর সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করা হলে কুলিয়ারচরে নবনির্মিত উপজেলা ডাকঘরের সামনে অবস্থিত পুরনো আমগাছ ও কাঁঠাল গাছগুলো রক্ষা করেই নতুন ভবনের রাস্তার উন্নয়ন কাজ করার সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ।