প্রতিনিধি, অষ্টগ্রাম (কিশোরগঞ্জ) মো. নজরুল ইসলাম : কিশোরগঞ্জের হাওর উপজেলা অষ্টগ্রামে অটো মিশুক মালিক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৪ অক্টোবর) সন্ধ্যায় অষ্টগ্রাম উপজেলা সদরে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
উপজেলা বিএনপি’র সহ-সভাপতি হুমায়ুন কবির দানা মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যবসায়ী হাজী শেখ জসিম উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক শেখ জমির উদ্দিন।
সম্মেলনে উপজেলার পাঁচটি ইউনিয়নের অটো মিশুক মালিকদের সংখ্যাগরিষ্ঠের মতামতের ভিত্তিতে সভাপতি পদে সজু মিয়া, সাধারণ সম্পাদক পদে মোশারফ হোসেন ও সাংগঠনিক সম্পাদক পদে মাজহারুল ইসলাম নির্বাচিত হয়েছেন।