প্রতিনিধি, অষ্টগ্রাম, মো. নজরুল ইসলাম : কিশোরগঞ্জের হাওর উপজেলা অষ্টগ্রামে অটো-মিশুক মালিক সমিতির পালটা-পালটি কমিটি ঘোষণা করা হয়েছে। গত বুধবার (২৩ অক্টোবর) সন্ধ্যায় যুবায়ের হাসান ইয়ামিনকে সভাপতি ও হাবিব মিয়াকে সাধারণ সম্পাদক করে একটি কমিটি ঘোষণা করা হয়। অপরদিকে বৃহস্পতিবার (২৪ আক্টোবর) সন্ধ্যায় সজু মিয়াকে সভাপতি ও মোশারফ হোসেনকে সাধারণ সম্পাদক করে আরেকটি কমিটি ঘোষণা করা হয়েছে।
গত বুধবার সন্ধ্যায় অষ্টগ্রাম উপজেলা সদরে বিভিন্ন ইউনিয়ন থেকে আগত অটো-মিশুক মালিকদের উপস্থিতিতে সদর ইউনিয়নের চেয়ারম্যান সৈয়দ ফাইয়াজ হাসান বাবুর সভাপতিত্বে অনুষ্ঠিত এক পক্ষের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জাকির হোসেন মুকুল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক নিজামুল হক নজরুল।
সভায় উপজেলার পাঁচটি ইউনিয়ন থেকে আগত সদস্যদের মতামতের ভিত্তিতে যুবায়ের হাসান ইয়ামিনকে সভাপতি, হাবিব মিয়াকে সাধারণ সম্পাদক ও মাসুদ রানাকে সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচিত করে একটি কমিটি গঠন করা হয়।
অপরদিকে বৃহস্পতিবার সন্ধ্যায় অষ্টগ্রাম উপজেলা সদরে বিভিন্ন ইউনিয়ন থেকে আগত অটো-মিশুক মালিকদের উপস্থিতে উপজেলা বিএনপির সহ-সভাপতি হুমায়ন কবির দানা মিয়ার সভাপতিত্বে আরেকটি ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে উপজেলার পাঁচটি ইউনিয়নের অটো মিশুক মালিকদের মতামতের ভিত্তিতে সভাপতি পদে সজু মিয়া, সাধারণ সম্পাদক পদে মোশারফ হোসেন ও সাংগঠনিক সম্পাদক পদে মাজহারুল ইসলামকে নির্বাচিত করা হয়।
অষ্টগ্রাম অটো-মিশুক মালিক সমিতির একাংশের সভাপতি যুবায়ের হাসান ইয়ামিনের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, অষ্টগ্রাম উপজেলা অটো-মিশুক মালিক সমিতির চার শতাধিক সদস্যের সমর্থনে আমাদের কমিটি গঠন করা হয়েছে। অন্যদিকে অপর অংশের সভাপতি সজু মিয়া জানান, সংখ্যাগরিষ্ঠ সদস্যদের মতামতের ভিত্তিতেই কমিটি গঠন করা হয়েছে। আমাদের পরিচিতি সভা যখন করবো তখন দেখতে পারবেন কার সমর্থন বেশি।