মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ০২:১৯ পূর্বাহ্ন

অষ্টগ্রামে আওয়ামী লীগের ১২৪ নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৩ আগস্ট, ২০২৪
  • ৫২ Time View

মো. নজরুল ইসলাম, অষ্টগ্রাম (কিশোরগঞ্জ) : কিশোরগঞ্জের হাওর উপজেলা অষ্টগ্রামে উপজেলা আওয়ামী লীগ সভাপতি ফজলুল হক হায়দারী বাচ্চুকে প্রধান আসামী করে সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান শহিদুল ইসলাম জেমসসহ ১২৪ নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। গত বৃহস্পতিবার (২২ আগস্ট) উপজেলার পূর্ব অষ্টগ্রামের কোরহাটির বাসিন্দা মৃত আব্দুল ওয়াহেদ মিয়ার পুত্র মনির মিয়া (৪০) বাদী হয়ে এ মামলা দায়ের করেন।

মামলার আরজিতে বলা হয়েছে, শেখ হাসিনা সরকারের পতনের পর ৬ আগস্ট সন্ধ্যায় উপজেলার পূর্ব অষ্টগ্রাম ইউনিয়নের আখড়া বাজার এলাকায় বিএনপি’র কার্যালয়ের সামনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে ছাত্র-জনতার বিজয় মিছিলে মামলার প্রধান আসামী আওয়ামী লীগ সভাপতি ফজলুল হক হায়দারী বাচ্চুর নির্দেশে আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের সন্ত্রসীরা ককটেল বিষ্ফোরণ করে চাপাতি, রড, লাঠি ও হকিস্টিক নিয়ে ছাত্র জনতার উপর অতর্কিত হামলা চালিয়ে এলোপাতারি মারপিট করে এবং আমাকে (মামলার বাদী) দা ও রড দিয়ে আঘাত করলে রক্তাক্ত জখম হয়ে অতিরিক্ত রক্ত ক্ষরণের ফলে অচেতন হয়ে মাটিতে লুটিয়ে পরি। তখন তারা আমার মৃত্যু হয়েছে ভেবে ঘটনাস্থল ত্যাগ করেন।

এ বিষয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম এ প্রতিনিধিকে জানান, উল্লেখিত মামলাটি নথিভ‚ক্ত করা হয়েছে। এখনো কোন আসামী ধরা না পড়লেও অভিযান অব্যাহত রয়েছে।

আপডেট সংবাদ পেতে শতাব্দীর কন্ঠ পড়ুন, শেয়ার করে সাথে থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
All rights reserved © Shatabdir Kantha . Developed by SDTT Academy & Tech Liberty