প্রতিনিধি, অষ্টগ্রাম : আগামী ২১শে মে উপজেলা পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে ত্রিমুখি ভোটের লড়াই চলছে। এবারের উপজেলা পরিষদের নির্বাচনে হেভিওয়েট প্রার্থী দু’দুবারের আওয়ামী লীগ মনোনীত উপজেলা পরিষদের চেয়ারম্যান শহিদুল ইসলাম জেমস (কাপ পিরিছ), এএফ মাসুক নাজিম (ঘোড়া) ও মনিরুজ্জামান লিটন (আনারস)।
জানা যায়, এবার দলীয় প্রতীক না থাকায় ভোটারের দ্বারে দ্বারে বেশি করে ভোট চাইছেন প্রার্থীরা। তার পরও জনগনের নীরবতায় বুঝা যাচ্ছে না প্রার্থীদের ভাল বা মন্দের অবস্থান।
এবারে নির্বাচনে অষ্টগ্রাম উপজেলার ৮ ইউনিয়েনের মোট ভোটার সংখ্যা ১ লক্ষ ৩৬ হাজার ২৯৫ জন। এরমধ্যে পুরুষ ভোটার ৭০ হাজার ৯ শত ৯৭, মহিলা ভোটার ৬৫ হাজার ২৯৭, হিজড়া ভোটার একজন। মোট ভোটকেন্দ্র ৫৫টি, ভোট কক্ষের সংখ্যা ৩৪১টি, অস্থায়ী কক্ষের সংখ্যা ৪টি। নির্বাচনী কাজে নিয়োগকৃত রিটারনিং কর্মকর্তা ১ জন, প্রিজাইডিং ৫৫ জন, সহকারি প্রিজাইডি ৩৪৫, পোলিং রয়েছেন ৬৯০ জন।
উপজেলা রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী অফিসারের সঙ্গে কথা হলে তিনি জানান, নির্বাচনের প্রস্তুতি প্রায় শেষের দিকে, এখন পর্যন্ত কোন প্রার্থীর আইন লঙ্ঘন ও অপ্রীতিকর ঘটনা ঘটেছে বলে আমার জানা নেই। নির্বাচনকে ঘিরে সকল ধরনের নিরাপত্তা প্রস্তুতি নেয়া হয়েছে।