প্রতিনিধি অষ্টগ্রাম : কিশোরগঞ্জের হাওর উপজেলা অষ্টগ্রামে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানে নেমেছে উপজেলা স্কাউট আন্দোলনের সকল সদস্য। গতকাল সকালে উপজেলা সম্প্রসারিত প্রশাসনিক ভবন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, অষ্টগ্রাম হোসেনিয়া ফাজিল (ডিগ্রী) মাদ্রাসা, অষ্টগ্রাম বালিকা উচ্চ বিদ্যালয়, অষ্টগ্রাম সরকারী পাইলট উচ্চ বিদ্যালয়, পূর্ব অষ্টগ্রাম বাজার ও ইউনিয়ন পরিষদ, আবদুল ওয়াদুদ উচ্চ বিদ্যালয়, হক সাহেব উচ্চ বিদ্যালয়, সাভিয়ানগর বাজার, বাঙ্গালপাড়া উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ ও বাঙ্গালপাড়া বাজারে এ পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেন তারা।
সকাল থেকে স্বেচ্ছাপ্রণোদিত হয়ে শতাধিক স্কাউট সদস্য এ পরিষ্কার পরিচ্ছন্নতার কাজে হাত লাগান। এসময় উপজেলা স্কাউটসের সাধারণ সম্পাদক সাইফুদ্দিন লিচু, স্কাউট কমিশনার জীবনময় শীল, কাব লিডার আলেয়া খাতুন, সহকারী কমিশনার হাবিবুর রহমান, ওলিমা খাতুন ও উপজেলা প্রেসক্লাব সভাপতি নজরুল ইসলাম সাগর। উপজেলা স্কাউটসের সাধারণ সম্পাদক সাইফুদ্দিন লিচু এ প্রতিনিধিকে জানান, আমরা ইতিমধ্যে উপজেলার প্রতিটি বাজারের সভাপতি-সম্পাদকের সাথে যোগাযোগ শুরু করেছি। শীঘ্রই উপজেলা স্কাউটসের সকল সদস্য নিয়ে দ্রব্য মূল্য নিয়ন্ত্রণসহ বাজার বাজার মনিটরিং এর কাজ শুরু করবো।’