প্রতিনিধি, অষ্টগ্রাম (কিশোরগঞ্জ) মো. নজরুল ইসলাম : কিশোরগঞ্জের হাওর উপজেলা অষ্টগ্রামে তারিন আক্তার (১৮) নামে এক কলেজ ছাত্রী আত্মহত্যা করেছেন। নিহত তারিন আক্তার অষ্টগ্রাম সদর ইউনিয়নের গোলাপি হাটির দ্বীন ইসলামের কন্যা এবং অষ্টগ্রাম সরকারি রোটারি ডিগ্রি কলেজের একাদ্বশ শ্রেণির ছাত্রী।
সূত্র জানায়, গত শুক্রবার (৪ অক্টোবর) দুপুরে তারিন প্রেসারের ঔষধ এবং নেফতালিন খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন।
তাকে অষ্টগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে বাজিতপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসúাতালে প্রেরণ করেন। চিকিৎসাধীন অবস্থায় গতকাল শনিবার (৫ অক্টোবর) সকালে তিনি মৃত্যুবরণ করেন। লাশ মর্গে প্রেরণ করা হয়েছে।
বাজিতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোরাদ হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।