প্রতিনিধি, অষ্টগ্রাম (কিশোরগঞ্জ) মো. নজরুল ইসলাম : কিশোরগঞ্জের হাওর উপজেলা অষ্টগ্রামের কাস্তুলের বিভিন্ন এলাকায় কিশোর গ্যাংয়ের উৎপাতে অতিষ্ট সাধারণ মানুষ। বাড়ছে চুরি ও ছিনতাই। এলাকার কোন না কোন বাড়িতে প্রায় প্রতিদিনই ঘটছে মোবাইল, বৈদ্যুতিক মটর, অলংকার, টাকা-পয়সা, হাঁস-মুরগীসহ মাছ ধরার জাল চুরির ঘটনা।
বিশ^স্ত সূত্র জানায়, গত শুক্রবার (১১ অক্টোবর) রাত ৮টায় পূর্ব কাস্তুল ফুটবল খেলার মাঠে অনিক মিয়া (২২) নামে এক যুবককে মারধোর করে কয়েক জনের একটি কিশোর গ্যাং তার কাছ থেকে টাকা পয়সা ছিনিয়ে নেয়।
আহত অনিক মিয়া উপজেলার পূর্ব অষ্টগ্রাম ইউনিয়নের বাসিন্দা মৃত ছমেদ মিয়ার ছেলে। সে কাস্তুলে তার নানার বাড়িতে বেড়াতে আসলে এ ঘটনা ঘটে। আহত অনিক মিয়া বর্তমানে অষ্টগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
নাম প্রকাশে অনিচ্ছুক কাস্তুল হাজীপাড়ার এক বাসিন্দা জানান, সংঘবদ্ধ একটি কিশোর গ্যাং এসব অপরাধের সাথে জড়িত। তারা চুরি করা জিনিষপত্র বিক্রি করে জুয়া খেলছে, কেউ কেউ নেশাও করছে। আমাদের পাড়ার হেলাল মিয়ার বাড়ি থেকে গত ২/৩ মাসে পাঁচটি মোবাইল চুরি হয়েছে। এসব তাদের বাবা-মাকে জানিয়েও কোন লাভ হচ্ছেনা।
বাজারহাটির হানিফ মিয়া জানায়, কয়েকদিন আগে আমাদের মহল্লা হতে একরাতে ২৩টি রাজহাঁস চুরি হয়েছে। এখনো এর কোন সন্ধান মেলেনি।
কাস্তুল বাজারের সভাপতি জসীম খাঁন প্রতিনিধিকে জানান, এক সপ্তাহ আগে আমার বাড়িতে ও গত পরশু রাতে কাস্তুল মুসলিম পাড়ায় আঃ হাফিজের ঘরের সিধ কেটে স্বর্ণালংকারসহ নগদ টাকা চুরি হয়েছে।
একই রাতে বাজারের ওয়াশ রুমের বৈদ্যুতিক মটর চুরি হয়েছে। এর কিছুদিন আগে আশেক মিয়া নামে এক কিশোর কাস্তুল বাজারে চুরি করতে গিয়ে মালামালসহ হাতেনাতে ধরা পড়ে। বয়স কম হওয়ায় সেদিন পুলিশ তাকে গ্রেফতার করেনি।
এ বিষয়ে অষ্টগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) রুহুল আমিন এ প্রতিনিধিকে জানান, এখানে আমি নতুন এসেছি। বিষয়টি আমার জনা ছিল না। বিষয়টি তদন্ত করে দ্রæত ব্যবস্থা নেওয়া হবে।