অষ্টগ্রাম প্রতিনিধি, মো. নজরুল ইসলাম : হাওর উপজেলা অষ্টগ্রামে জেলা প্রশাসক ফৌজিয়া খানের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার দুপুরে উপজেলার সম্প্রসারিত প্রশাসনিক ভবন মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার দিলশাদ জাহানের সভাপতিত্বে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এ সভায় উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি, নিত্য প্রয়োজনীয় দ্রব্যের বাজার মূল্য নিয়ন্ত্রণ, নদী খনন, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি ও ভ‚মি সেবার মান উন্নয়ন নিয়ে বিস্তারিত আলোচনা হয়। আলোচনায় অংশ নেন সদর ইউপি চেয়ারম্যান সৈয়দ ফাইয়াজ হসান বাবু, মাধ্যমিক শিক্ষা অফিসার নূরে আলম,
উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আতিকুর রহমান, উপজেলা বিএনপি’র যুগ্ম-সম্পাদক নিজামুল হক নজরুল, উপজেলা প্রেসক্লাব সভাপতি নজরুল ইসলাম সাগর, অষ্টগ্রাম বনিক সমিতির সাধারণ সম্পাদক যুবায়ের হাসান ইয়ামিন প্রমুখ।
এসময় আর্মি ক্যাম্প কমান্ডার মেজর আবদুল্লাহ-আল-মামুন, অফিসার ইনচার্জ (ওসি) রুহুল আমিন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মজনু মিয়া, সহকারী প্রোগ্রামার আনোয়ার পারভেজসহ বিভিন্ন দফতরের সরকারী কর্মকর্তা, রাজনীতিবিদ ও বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।