প্রতিনিধি অষ্টগ্রাম, মো. নজরুল ইসলাম : হাওর উপজেলা অষ্টগ্রামে নান্নু মিয়া ইসলামী গণগ্রন্থাগারের উদ্বোধন করা হয়েছে। গত সোমবার (৩০ ডিসেম্বর) রাতে উপজেলার সাভিয়ানগরে কিশোরগঞ্জ সরকারী গণগ্রন্থাগারের সহকারী পরিচালক (লাইব্রেরিয়ান) আজিজুল হক এ গ্রন্থাগারের উদ্বোধন করেন।
নান্নু মিয়া ইসলামী গণগ্রন্থাগারের গ্রন্থাগারিক খাইরুল ইসলাম ভ‚ঁইয়ার উপস্থাপনায় ও সভাপতি আবু সাঈদ সালেহীর সভাপতিত্বে উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ সরকারী মহিলা কলেজের প্রভাষক শাকিল সরকার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অষ্টগ্রাম উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও স্বপ্নীল গণগ্রন্থাগারের প্রতিষ্ঠাতা নজরুল ইসলাম সাগর, মৌলভীপাড়া গণগ্রন্থাগারের সভাপতি রেজাউল করিম সেলিম, নিরিবিলি পাঠাগারের সভাপতি সাজ্জাদ হোসাইন সমুজ, আলোর দিশারী গণগ্রন্থাগারের সভাপতি আবুল হাসেম, হক সাহেব উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আমিনুল ইসলাম ও ইউপি সদস্য মহসিন কবির।
এসময় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গসহ ছাত্র-ছাত্রীগণ উপস্থিত ছিলেন।