অষ্টগ্রাম (কিশোরগঞ্জ) প্রতিনিধি : কিশোরগঞ্জের হাওর উপজেলা অষ্টগ্রামে নৌকা ডুবে আরিফ (৫০) নামে একজন নিখোঁজ রয়েছেন। নিখোঁজ আরিফ ব্রাহ্মনবাড়িয়া জেলার আশুগঞ্জের বাসিন্দা আবদুল হকের পুত্র।
গতকাল শনিবার (২১ সেপ্টেম্বর) বিকেলে অষ্টগ্রামের ধলেশ্বরী নদীর চরদেওঘর এলাকায় ঝড়ের কবলে পড়ে এ দূর্ঘটনা ঘটে। অষ্টগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।