প্রতিনিধি অষ্টগ্রাম : হাওর উপজেলা অষ্টগ্রামের বাঙালপাড়া স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক হরিচরণ দাসের বিরুদ্ধে স্বেচ্ছাচারিতা, অনিয়ম ও দুর্নীতির অভিযোগ এনে তার অপসারণের দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন বিদ্যালয়ের বর্তমান-প্রাক্তন শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ। রবিবার (২৫ আগস্ট) সকালে বাঙালপাড়া স্কুল এন্ড কলেজ থেকে এ মানববন্ধন ও বিক্ষোভ মিছিল শুরু হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা সম্প্রসারিত ভবন হয়ে বাঙালপাড়া স্কুল এন্ড কলেজে এসে শেষ হয়।
মানববন্ধন শেষে বিক্ষোভকারীরা এ প্রতিনিধিকে জানান, বাঙালপাড়া স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক হরিচরণ দাস উক্ত বিদ্যালয়ে নিয়োগ পেয়ে নিয়োগ বানিজ্য থেকে শুরু করে স্বেচ্ছাচারিতা, অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে উক্ত বিদ্যালয়ে দুর্নীতির স্বর্গরাজ্য গড়ে তুলেছেন তিনি। অনতি বিলম্বে আমরা তাকে অপসারণ করার দাবী জানাচ্ছি।
এ বিষয়ে বাঙালপাড়া স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক হরিচরণ দাস এ প্রতিনিধিকে জানান, আমার বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে তা সঠিক নয়। আমি যা করেছি ম্যানেজিং কমিটির পরামর্শক্রমেই করেছি।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার দিলশাদ জাহান এ প্রতিনিধিকে জানান, বাঙালপাড়া স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ পেয়ে তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তার বিরুদ্ধে আনিত সকল অভিযোগ সঠিক তদন্ত সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।