অষ্টগ্রাম প্রতিনিধি (কিশোরগঞ্জ) : কিশোরগঞ্জের হাওর উপজেলা অষ্টগ্রামে রাকিব মিয়া (২২) নামে এক যুবক বজ্রপাতে নিহত হয়েছেন। গতকাল (বৃহস্পতিবার) সন্ধ্যায় উপজেলার পূর্ব অষ্টগ্রাম ইউনিয়নের কেওড়া খেয়া ঘাটে পানি উন্নয়ন বোর্ডের ডুবন্ত বাঁধ এলাকায় এ দূর্ঘটনা ঘটে। নিহত রাকিব মিয়া পূর্ব অষ্টগ্রাম ইউনিয়নের কবিরখানদান গ্রামের মোহাম্মদ রফিক মিয়ার ছেলে। পূর্ব অষ্টগ্রাম ইউপি চেয়ারম্যান কাছেদ মিয়া এ তথ্য নিশ্চিত করেছেন।