প্রতিনিধি, অষ্টগ্রাম : কিশোরগঞ্জের হাওর উপজেলা অষ্টগ্রামে অবস্থান কর্মসূচী ও বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। গতকাল বুধবার (১৪ আগস্ট) সকালে দলের কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে উপজেলা বিএনপি ও এর সকল অঙ্গ সংগঠন এ কর্মসূচীতে অংশ নেয়।
অবস্থান কর্মসূচী শেষে উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক জাকির হোসেন মুকুলের নেতৃত্বে উপজেলা সদরে, উপজেলা বিএনপি’র সভাপতি সাঈদ আহমেদের নেতৃত্বে পূর্ব অষ্টগ্রাম ইউনিয়নে ও কাস্তুল ইউনিয়নের সাধারণ সম্পাদক তোয়াব প্রধানের নেতৃত্বে কাস্তুল ইউনিয়নে বিক্ষোভ মিছিল বের করে। মিছিল শেষে উপজেলার বউ বাজারে উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক জাকির হোসেন মুকুলের সভাপতিত্বে এক পথসভার আয়োজন করা হয়। সভায় বক্তারা গণ অভ্যুত্থানে ছাত্র জনতার উপর গুলি চালিয়ে গণহত্যার নিন্দা জানান এবং শেখ হাসিনাসহ তার দোসরদের দ্রæত বিচারের আওতায় এনে শাস্তির দাবি জানান।
এর আগে উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক জাকির হোসেন মুকুলের সঞ্চালনায় ও উপজেলা বিএনপি’র সভাপতি সাঈদ আহমেদের সভাপতিত্বে উপজেলা বিএনপি’র কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন, সদর ইউনিয়নের চেয়ারম্যান ও উপজেলা বিএনপি’র সাবেক আহ্বায়ক সৈয়দ ফাইয়াজ হাসান বাবু, উপজেলা বিএনপি’র যুগ্ম সম্পাদক নিজামুল হক নজরুল, সাংগঠনিক সম্পাদক এস. এম. শাহীন প্রমুখ।