প্রতিনিধি, অষ্টগ্রাম, মো. নজরুল ইসলাম : কিশোরগঞ্জের হাওর উপজেলা অষ্টগ্রামে বেকার যুব ও যুব মহিলাদের আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে দক্ষতা বৃদ্ধিম‚লক অপ্রাতিষ্ঠানিক প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে। গতকাল (সোমবার) সকালে উপজেলা স¤প্রসারিত প্রশাসনিক ভবন মিলনায়তনে অষ্টগ্রাম যুব উন্নয়ন অধিদপ্তর এই প্রশিক্ষণের আয়োজন করে।
উপজেলা নির্বাহী অফিসার দিলশাদ জাহানের সভাপতিত্বে উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব উন্নয়ন অধিদপ্তর কিশোরগঞ্জের উপ-পরিচালক জেড. এ. শাহাদাত হোসেন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী পরিচালক কামাল উদ্দিন।
এসময় উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা জহিরুল হক ও উপজেলা প্রেসক্লাব সভাপতি নজরুল ইসলাম সাগর উপস্থিত ছিলেন। উক্ত প্রশিক্ষণে উপজেলার বিভিন্ন ইউনিয়নের ৬০ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন।