অষ্টগ্রাম প্রতিনিধি, মো. নজরুল ইসলাম :
কিশোরগঞ্জের হাওর উপজেলা অষ্টগ্রামে মাদ্রাসা ছাত্রদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। গত মঙ্গলবার রাতে উপজেলার কাস্তুল ইসলামিয়া হোসাইনিয়া মাদ্রাসা ও এতিমখানার ছাত্রদের মাঝে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলা নির্বাহী অফিসার দিলশাদ জাহান এ কম্বল বিতরণ করেন।
এসময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. নাসিফ হায়াত, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মজনু মিয়া, অষ্টগ্রাম উপজেলা প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম সাগর, মাদ্রাসার সভাপতি মাওলানা আসাদুল্লাহ ও মাদ্রাসার মোহতামিম মাওলানা ওবায়দুল্লাহসহ সকল শিক্ষকগণ উপস্থিত ছিলেন।