প্রতিনিধি, অষ্টগ্রাম : কিশোরগঞ্জের হাওর উপজেলা অষ্টগ্রামে উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য বিভাগের নেতৃত্বে এবং বাংলাদেশ সেনাবাহিনী ও পুলিশ প্রশাসনের সহায়তায় মোবাইল কোর্ট পরিচালনা করে লক্ষাধিক টাকার ৪০টি রিং (চায়না দুয়ারী) জাল জব্দ করা হয়েছে।
গতকাল বুধবার সকালে উপজেলার কলমা ইউনিয়নের বিল মাকসা হাওরে অভিযান পরিচালনা করে লক্ষাধিক টাকা মূল্যের এ জাল জব্দ করে তা জন সম্মুখে পুড়িয়ে বিনষ্ট করা হয়। এসময় সেনা বাহিনীর ক্যাপ্টেন মাহফুজ কবির চৌধুরী, উপজেলা মৎস্য অফিসার আবদুল্লাহ আল মামুন, পুলিশের উপ-পরিদর্শক মো. হুমায়ুন ও ক্ষেত্র সহকারী সৈয়দ জামান উপস্থিত ছিলেন।