প্রতিনিধি, অষ্টগ্রাম (কিশোরগঞ্জ) প্রতিনিধি মোঃ নজরুল ইসলাম : কিশোরগঞ্জের হাওর উপজেলা অষ্টগ্রামে শিয়ালের কামড়ে অর্ধশতাধিক মানুষ আহত হয়েছে।
গতকাল সোমবার সন্ধ্যার পরে উপজেলার সদর ইউনিয়নের কলাপাড়া ও রংপুরহাটির আশপাশের এলাকায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, সোমবার সন্ধ্যায় একটি শিয়াল এলোপাতাড়ি ঘুরে রাস্তায় পথচারী এবং বিভিন্ন বসত বাড়িতে ঢুকে অর্ধশতাধিক মানুষকে কামড়ে গুরুতর আহত করে।
আহতদের মধ্যে ২০ জন অষ্টগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন এবং ৪ জনকে কিশোরগঞ্জ আধুনিক সদর হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য প্রেরণ করা হয়েছে।
অষ্টগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডাঃ ওয়াহিদুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।