স্টাফ রিপোর্টার, মিঠামইন থেকে : অষ্টগ্রাম উপজেলার ইকরদিয়া ঘাটে গত ২৫ আগস্ট সন্ধ্যায় অষ্টগ্রাম সেনা ক্যাম্পের একটি পেট্রোল টিম অষ্টগ্রাম থানা পুলিশের সহায়তায় অভিযান চালিয়ে ২টি অবৈধ্য ড্রেজার ও ৬জন শ্রমিককে আটক করেছে। পরে ২টি বালি উত্তোলনের ড্রেজার ও আটককৃত ৬জন শ্রমিককে থানায় হস্তান্তর করা হয়। গতকাল সোমবার তাদের বিরুদ্ধে বালু মহাল আইনের ১৫/(১) ধারায় এসআই হানিফ বাদী হয়ে অষ্টগ্রাম থানায় মামলা দায়ের করেছেন।
প্রাথমিক জিঞ্জাসাবাদে তারা জানান, এ ব্যবসার সাথে নাছিরনগরের দুলাল মিয়া ও প‚র্ব অষ্টগ্রামের আফসর আলী এ অবৈধ ড্রেজার নিয়ন্ত্রণ করেন। অষ্টগ্রাম থানায় তাদের হস্তান্তরের সময় সেনাবাহিনীর পক্ষে উপস্থিত ছিলেন মেজর আরিফা খাতুন। অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে সেনা বাহিনীর এই কার্যক্রম অব্যাহত থাকবেন বলে জানান।