প্রতিনিধি, অষ্টগ্রাম, মো. নজরুল ইসলাম : কিশোরগঞ্জের হাওর উপজেলা অষ্টগ্রামে স্বামী মওলা ওরফে হোসেনের (৩৮) নির্যাতন সহ্য করতে না পেরে তার স্ত্রী রবিয়া খাতুন (২৫) আত্মহত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। গত সোমবার (৭ অক্টোবর) উপজেলার দেওঘর ইউনিয়নের সাভিয়ানগর গ্রামে স্বামীর বাড়িতে এ ঘটনা ঘটে।
অভিযুক্ত স্বামী মওলা ওরফে হোসেন উপজেলার দেওঘর ইউনিয়নের সাভিয়ানগরের বাসিন্দা মর্তুজ আলীর ছেলে এবং নিহত রবিয়া খাতুন উপজেলার একই ইউনিয়নের আলীনগর উত্তর পাড়ার বাসিন্দা জিনু মিয়ার মেয়ে।
নিহতের পরিবার ও মামলার অভিযোগ সূত্রে জানা যায়, ১০ বছর আগে পারিবারিকভাবে তাদের বিয়ে হয়।
তানিশা আক্তার নামে তাদের ৮ বছরের একটি মেয়ে রয়েছে। বিয়ের পর থেকেই নিহত রবিয়া খাতুনকে তার স্বামী মওলা ওরফে হোসেন বিভিন্ন সময় শারিরীক ও মানসিকভাবে নির্যাতন করে আত্মহত্যা করার জন্য উসকানি দিত। ঘটনার দিন (৭ অক্টোবর) দুপুরে অভিযুক্ত স্বামী মওলা ওরফে হোসেন নিহত রবিয়া খাতুনকে নির্যাতন করে সারা শরীরে জখমসহ মারাত্মকভাবে আহত করে।
পরে রবিয়া খাতুন তার স্বামীর অমানুসিক নির্যাতন সহ্য করতে না পেরে বিষ পান করে। কিশোরগঞ্জের শহিদ সৈয়দ নজরুল মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ বিষয়ে অষ্টগ্রাম থানায় বুধবার (৯ অক্টোবর) বিকেলে একটি অভিযোগ করা হয়েছে।
অষ্টগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) রুহুল আমিন এ প্রতিনিধিকে জানান, এ বিষয়ে আমরা একটি অভিযোগ পেয়েছি। তদন্ত করে অভিযোগকারীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।