প্রতিনিধি অষ্টগ্রাম : হাওর উপজেলা অষ্টগ্রামে বিগত ৫ মে ২০১৩ সালে শাপলা চত্বর ট্রাজেডি ও কোটা সংস্কার আন্দোলনে শহীদদের আত্মার মাগফেরাত কামনায় এবং এ আন্দোলনে হত্যাকান্ডে জড়িতদের দ্রæত শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়। গতকাল সকালে অষ্টগ্রাম জিরো পয়েন্টে হেফাজতে ইসলাম অষ্টগ্রাম উপজেলা শাখা এ দোয়া ও বিক্ষোভ মিছিলের আয়োজন করে।
হেফাজতে ইসলামের অষ্টগ্রাম শাখার সাধারণ সম্পাদক মাও. উসমান কাগজীর সঞ্চালনায় ও সভাপতি মাও. আসাদুল্লাহর সভাপতিত্বে উক্ত দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টা মাও. আবদুর রহমান। বক্তব্য রাখেন, উপদেষ্টা মাও. হাবিবুর রহমান, সহ সভাপতি মাও. আমিনুল ইসলাম, যুগ্ম সম্পাদক মাও. শফিকুল ইসলাম, মাও. ফয়েজ উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মাও. সারোয়ার তানভীর, সহ সাংগঠনিক সম্পাদক মাও. হোসাইন আহমদ, উপজেলা যুব দলের সভাপতি আনোয়ার হোসেন ও উপজেলা ছাত্র দলের সভাপতি তিতুমীর হোসেন সোহেল প্রমুখ।
সভায় বক্তারা বিগত সরকারের আমলে গুম, আয়নাঘরে হত্যা ও নির্যাতন, পিলখানা হত্যা, শাপলা চত্বর ট্রাজেডি ও কোটা সংস্কার আন্দোলনে গণহত্যার সাথে জড়িত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ সকল অপরাধীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্ত মূলক শাস্তির দাবী করেন।