প্রতিনিধি, ভৈরব (কিশোরগঞ্জ) জামাল আহমেদ : কিশোরগঞ্জের ভৈরবে নন্দন ফুড প্রোডাক্টসকে আর্থিক জরিমানা করেছে উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। গতকাল বুধবার বিকেল ৪টায় পৌর শহরের নাটাল মোড় এলাকায় অবস্থিত নন্দন ফুড প্রোডাক্টস এর কারখানায় যৌথ অভিযান চালায় বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) ও উপজেলা প্রশাসন।
এসময় লাইসেন্স নবায়নকৃত না থাকায় এবং বেকারির অভ্যন্তরে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরির দায়ে প্রতিষ্ঠানটির মালিককে নগদ ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মোঃ রেদুওয়ান আহমেদ রাফি।
অভিযানে নরসিংদী বিএসটিআই এর ফিল্ড সুপারভাইজার হাসিবুর রহমান উপস্থিত ছিলেন। এছাড়া অভিযানে ভৈরব থানা পুলিশের একটি টিম সার্বিক সহযোগিতা করে।
এ বিষয়ে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মোঃ রেদুওয়ান আহমেদ রাফি জানান, সচেতনতামূলক ভাবে এই অভিযানটি পরিচালনা করা হয়েছে। কারখানার অভ্যন্তরের পরিবেশ সাস্থ্যসম্মত না থাকায় এবং প্রতিষ্ঠানের লাইসেন্স নবায়নকৃত না থাকায় অর্থদÐ করা হয়। অন্যান্য খাবার তৈরির কারখানাগুলোতেও এসব অভিযান অব্যাহত থাকবে।