ভ্রাম্যমান প্রতিনিধি : কিশোরগঞ্জ ল’ ইয়ার্স ফুটবল এসোসিয়েশন বনাম ঢাকা ল’ ইয়ার্স ক্লাবের মধ্যকার এক প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। দুই জেলার নবীন প্রবীন আইনজীবীদের সমন্বয়ে কিশোরগঞ্জ পুরাতন স্টেডিয়ামে বিকেলে ৩টায় খেলাটি অনুষ্ঠিত হয়েছে। আইনজীবীদের ফুটবল খেলা উপভোগ করতে দুপুরের পর থেকে ফুটবল প্রেমী দর্শকরা আস্তে আস্তে জেলার পুরাতন স্টেডিয়ামে উপস্থিত হতে থাকে।
আইনজীবী শহীদুল ইসলাম হুমায়ুনের উপস্থাপনায় কিশোরগঞ্জের পৌর মেয়র মাহমুদ পারভেজ, প্রবীন আইনজীবী এম এ রশিদ এবং আরো গণ্যমান্য ব্যক্তিদের সংক্ষিপ্ত আলোচনার পর পূর্ব নির্ধারিত সময়ে খেলা অনুষ্ঠিত হয়। খেলার প্রথম থেকে শেষ পর্যন্ত বল ঢাকা ল ইয়ার্স ক্লাবের ফুটবলারদের দখলে ছিল।
খেলার প্রথমার্ধে ফ্রি কিক থেকে ঢাকা ল ইয়ার্স ক্লাব গোল পেলেও ৪র্থ রেফারির নির্দেশে তা বাতিল করা হয়। উক্ত খেলায় ঢাকা ল ইয়ার্স ক্লাব কিশোরগঞ্জ ল ইয়ার্স ফুটবল এসোসিয়েশন কে ৩ – ১ গোলে পরাজিত করে।
বিজয়ী দলের পক্ষে ৮ নম্বর জার্সিধারী খেলোয়াড় এডভোকেট মোঃ মেহেদী হাসান এবং অপর গোলটি করেন ৫১ নম্বর জার্সিধারী খেলোয়াড় এডভোকেট ফারুক। পরাজিত দলের পক্ষে ফ্রি কিক থেকেই একটিমাত্র গোল করে ব্যবধান কিছুটা কমিয়ে আনেন বদকি খেলোয়াড় এডভোকেট অমি।
খেলায় প্রধান রেফারির দায়িত্ব পালন করেন আর হাসান নিপেল, সাইড রেফারি ছিলেন সাইদুর রহমান ও রিফাত এবং ৪ রেফারির দায়িত্বে ছিলেন হুমায়ুন কবির খোকন। সমাপনী বক্তব্যে মেয়র বলেন আগামী বছর আবারও আরো সুন্দর ভাবে ফুটবল খেলার আয়োজন করবেন। এই খেলার সৌজন্যে ছিল আল মুনিরা হেলদ সেন্টার, খরমপট্রি, কিশোরগঞ্জ।