পাকুন্দিয়া প্রতিনিধি :
চট্টগ্রামে সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফের হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি এবং মসজিদ ভাংচুরের প্রতিবাদে কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি দেয়া হয়েছে। গতকাল বুধবার বিকেলে ভয়েজ অব পাকুন্দিয়ার উদ্যোগে সাধারণ শান্তিকামী জনতার পক্ষে এ বিক্ষোভ কর্মসুচি পালন করা হয়।
এ উপলক্ষে একটি মিছিল পাকুন্দিয়া পৌর সদর বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক সংক্ষিপ্ত সভা হয়। সভায় ইসকন নেতা চিন্নয় কুমার দাসের গ্রেফতারকে কেন্দ্র করে চট্টগ্রামে আদালতে আইনজীবীকে হত্যা এবং আদালত সংলগ্ন মসজিদ ভাংচুরের ঘটনায় দোষিদের অবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি এবং ইসকনকে নিষিদ্ধের দাবি জানানো হয়।
পরে উপজেলা নির্বাহী অফিসার বরাবরে একটি স্মারকলিপি প্রদান করা হয়। এসময় ভয়েজ অব পাকুন্দিয়ার ফেজবুক গ্রæপের সদস্যবৃন্দসহ এলাকার সাধারণ ছাত্র জনতা উপস্থিত ছিলেন।
প্রসংগত, গত ২৫ নভেম্বর চট্রগ্রাম বিমান বন্দর থেকে চিন্নয় কুমার দাসকে গ্রেফতার করে ডিবি পুলিশ। পরদিন আদালতে তুললে আইনশৃঙ্খলা বাহিনীর সাথে ইসকন সদস্যদের সংঘর্ষ হয়। এতে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ মারা যায়।