প্রতিনিধি, পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) আবু হানিফ : শহীদ নূর হোসেন স্মরণে এবং অগণতান্ত্রিক শক্তির অপসারণ ও গণতান্ত্রিক ব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠার দাবিতে গতকাল রোববার বিকাল ৩টায় রাজধানীর সহ সারাদেশে বাংলাদেশ আওয়ামী লীগ ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের পূর্ব ঘোষিত কর্মসূচির বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করেছে পাকুন্দিয়া উপজেলা বিএনপি, যুবদল ও ছাত্র দল।
গতকাল রবিবার সকাল ১১টার দিকে কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক আতাউর রহমান মাসুদ এর নেতৃত্বে বিক্ষোভ মিছিল করেন নেতাকর্মীরা। মিছিলটি পাকুন্দিয়া উপজেলা চত্বর থেকে শুরু হয়ে মির্জাপুর রোড, পাট মহল, মঠখোলা রোড প্রদক্ষিণ করে উপজেলা পরিষদের মূল ফটকে শেষ হয়।
এ সময় তারা ‘ফ্যাসিবাদের আস্তানা ভেঙে দাও গুঁড়িয়ে দাও, জ্বালো রে জ্বালো আগুন জ্বালো, আওয়ামী লীগের দালাররা হুঁশিয়ার সাবধান, আমার সোনার বাংলায় শেখ হাসিনার ঠাঁই নাই, বিএনপি আসছে রাজপথ কাঁপছে, আমার ভাই মরল কেন? খুনি হাসিনার ফাঁসি চাই, হৈহৈ রৈরৈ আওয়ামী লীগ গেল কই’ ই্ত্যাদি স্লোগান দেন।
পাকুন্দিয়া উপজেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক হাবিবুর রহমান হাবিব, উপজেলা যুবদলের আহ্বায়ক সুমন, উপজেলা যুবদলের সদস্য সচিব রাকিবুল আলম ছোটন, যুবদলের নেতা মোস্তফা কামাল জুয়েল, পৌর বিএনপি সভাপতি এসএএম মিনহাজ উদ্দিন, ছাত্র দলের সভাপতি মাজহারুল ইসলাম উজ্জ্বল প্রমুখ ।
মহিনউদ্দিন চৌধুরী লিটন, সদস্য সচিব