ভ্রাম্যমাণ প্রতিনিধি : বীর বিক্রম খেতাব প্রাপ্ত মুক্তিযোদ্ধা মতিয়র রহমান এর আজ ১৩তম মৃত্যবার্ষিকী। এ উপলক্ষে স্থানীয় বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন এবং মতিয়র রহমান বীর বিক্রমের পরিবারের পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
কর্মসূচির মধ্যে রয়েছে পুস্পস্তবক অর্পন, স্থানীয় জেলা পরিষদ অডিটোরিয়ামে মিলাদ মাহফিল ও আলোচনা সভা।
যুদ্ধকালীন সময়ে মতিয়র রহমান রড়ছড়া ৫নং সাব-সেক্টরের কোবরা কোম্পানীর কমান্ডারের দায়িত্ব পালন করেন। তিনি পাক- হানাদার বাহিনীর সাথে সম্মুখযুদ্ধসহ অনেক গেরিলা যুদ্ধে অংশগ্রহণ করেন।
তার নেতৃত্বে সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ থানা, কিশোরগঞ্জের নিকলী, অষ্ট্রগ্রাম ও কিশোরগঞ্জ সদর থানা হানাদার মুক্ত হয়।
মুক্তিযুদ্ধে সাহসিকতা ও বিশেষ অবদানের জন্য সরকার ১৯৭২ সালে তাকে ‘বীর বিক্রম’ উপাধিতে ভ’ষিত করেন। দেশ প্রেমিক এই যোদ্ধা ২০১১ সালের ৬ অক্টোবর ইহলোক ত্যাগ করেন।