হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি: হোসেনপুর উপজেলার ৪ নং আড়াইবাড়িয়া ইউনিয়ন বিএনপি’র দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আড়াইবাড়িয়া ইউনিয়ন বিএনপি’র উদ্যোগে গতকাল মঙ্গলবার সন্ধায় জামাইল বাজার সংলগ্ন মাঠে উপজেলা বিএনপির আহ্বায়ক জহিরুল ইসলাম মবিনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
এতে সর্বসম্মতিক্রমে সভাপতি মনোনীত হয়েছেন আব্দুল আউয়াল ও সাধারণ সম্পাদক মনোনীত হন মহসিন শিরাজী। এছাড়াও সিনিয়র সভাপতি হয়েছেন আমিনুল হক দায়ন্তাজ, সাংগঠনিক সম্পাদক হন নাসির উদ্দিন। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক খালেদ সাইফুল্লাহ সোহেল, যুগ্ম আহ্বায়ক হাজী ইসরাইল মিঞা, জেলা যুব দলের সভাপতি মো. খসরুজ্জামান জিএস শরিফ, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শহীদুল্লাহ কায়সার শহীদ,
হোসেনপুর বিএনপির যুগ্ম আহ্বায়ক এ্যাড. মনজুরুল ইসলাম জুয়েল, হোসেনপুর পৌরসভার সাবেক মেয়র মোহাম্মদ মাহবুবুর রহমান, যুগ্ম আহ্বায়ক আবুল হাসিম সবুজ, মো. ফরিদ উদ্দিন, এ, আই খান শিবলু, মো. কামরুজ্জামান খাঁ, মো. রফিকুল ইসলাম প্রমুখ।