প্রতিনিধি, করিমগঞ্জ : কিশোরগঞ্জের করিমগঞ্জে গতকাল শুক্রবার বিকাল সাড়ে ৪টায় উরদিঘী দাখিল মাদরাসা প্রাঙ্গণে আন-নূর ফাউন্ডেশনের সাধারণ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সংগঠনটির সদস্য সাংবাদিক দিলোয়ার হোসাইন নানক। সভা সঞ্চালণা করেন সদস্য ফরহাদ উদ্দিন ও নব নির্বাচিত নির্বাহী সদস্য শিক্ষক মোজাম্মেল হক।
এছাড়া সাধারণ সভায় যোগদেন সংগঠনটির সদস্য শিক্ষক শাফিউল আলম, নবনির্বাচিত আন-নূর সমাজকল্যাণ ফাউন্ডেশনের পরিচালক সাদিকুর রহমান, নির্বাহী সদস্য মজিবুর রহমান মিথুন, নির্বাহী সদস্য আমানুল ইসলাম, নির্বাহী সদস্য রিফাতুল ইসলাম মাসুম, নির্বাহী সদস্য আসাদুজ্জামান আশিক, নির্বাহী সদস্য আজহারুল ইসলাম, নির্বাহী সদস্য জুয়েল আহমেদ হিমেল, নির্বাহী সদস্য তাফহিম বিন আজিজ তিহাম, নির্বাহী সদস্য দিদরুল ইসলাম,
নির্বাহী সদস্য বোরহান উদ্দিন, সদস্য আ: কাইয়ুম, সদস্য সাকিবুল, সদস্য মনিরুজ্জামান, সদস্য হাফেজ এনায়েতুল্লাহ, আল আমিন, আরাফাত, অনিক, এরশার, জাহিদুলর, মোস্তাকিম, সানা উল্লাহ, রেহমান মিথিল এবং সংগঠনটির সদস্যরা। সভায় পরিচালনা পর্ষদের নতুন কমিটি গঠন করা হয়। গঠনতন্ত্র সর্বসম্মতিক্রমে গৃহীত ও অনুমোদিত হয়।