স্টাফ রিপোর্টার, এম এ আকবর খন্দকার : কিশোরগঞ্জ জেলায় চলতি মৌসুমে পঁচাশি হাজার একশত চুয়ান্ন হেক্টর জমিতে আমন ধানের আবাদ করা হয়েছে। আমন ধানে ইঁদুর এবং পোকামাকড়ের আক্রমণ থেকে জমিকে রক্ষা করার জন্য কিশোরগঞ্জ কৃষি স¤প্রসারণ অধিদপ্তর কৃষকদের মধ্যে রোপণ পরবর্তী সময় থেকেই পরামর্শ দিয়ে আসছে।
সাম্প্রতিক সময়ে আবহাওয়া প্রতিক‚ল থাকায় মাজরা পোকার আক্রমণ বৃদ্ধি পেতে পারে এমন আশঙ্কায় কৃষি স¤প্রসারণ অধিদপ্তর কৃষকদের মধ্যে মাজরা পোকা, বাদামি গাছ ফড়িং এবং পাতা মোড়ানো পোকা দমনে কৃষকদের মধ্যে লিফলেট বিতরণ করে যাচ্ছে।
পাশাপাশি ইঁদুর দমনে কৃষকদের করণীয় বিষয়ে ইঁদুর নিধন কৌশল সম্বলিত লিফলেট কৃষকদের নিকট পৌঁছে দেওয়া হচ্ছে। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর স‚ত্রে জানা যায়, বেশ কিছুদিন যাবত আবহাওয়া মেঘলা থাকায়, এমন আবহাওয়া পোকামাকড় আক্রমণের অনুক‚ল পরিবেশ হিসেবে কাজ করে। তাই কৃষকেরা যেন সঠিক কীটনাশক সঠিক সময়ে, সঠিক পরিমাণে তাদের জমিতে প্রয়োগ করতে পারেন এ উদ্দেশ্যেই কৃষি বিভাগ সচেতনতা ম‚লক লিফলেট বিতরণ করছে।
গতকাল বৃহস্পতিবার জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক আবুল কালাম আজাদ হোসেনপুর উপজেলায় রোপা আমন ধানের বিভিন্ন মাঠ পরিদর্শনে গিয়ে কৃষকদের সাথে মতবিনিময় করেন।