স্টাফ রিপোর্টার, হোসেনপুর (কিশোরগঞ্জ) উজ্জ্বল কুমার সরকার : কিশোরগঞ্জের হোসেনপুরে পুনরায় উপজেলা জামায়াতে ইসলামীর আমির নির্বাচিত হয়েছেন মো. আমিনুল হক। ২০২৫-২০২৬ সেশনের জন্য রুকনদের (সদস্য) প্রত্যক্ষ গোপন ভোটের মাধ্যমে উপজেলা আমির নির্বাচনের ভোটগ্রহণ সম্পন্ন হয়।
জামায়াতের কেন্দ্রীয় আমির ডা. শফিুকর রহমান সারাদেশের ন্যায় হোসেনপুর উপজেলা জামায়াতের নব নির্বাচিত আমির হিসেবে মো. আমিনুল হকের নাম ঘোষণা করেন। গত শনিবার (১৬ নভেম্বর) কিশোরগঞ্জ জেলা
জামায়াতের নগুয়াস্থ কার্যালয়ে কিশোরগঞ্জ শহর সহ ১৩টি উপজেলা আমিরগনের শপথ বাক্য পাঠ করান জেলা আমির অধ্যাপক মো. রমজান আলী।