মুহিব্বুল্লাহ বচ্চন, পাকুন্দিয়া : কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় দুটো কিউনিই বিকল হওয়া সেই আরিফুজ্জামানের (৪৫) পাশে দাঁড়িয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. বিল্লাল হোসেন। গতকাল মঙ্গলবার সকালে ব্যক্তিগতভাবে ১০ হাজার টাকা সহায়তা দিয়ে তার পাশে দাঁড়িয়েছেন এই কর্মকর্তা। এসময় পল্লী বিদ্যুতের সাবেক পরিচালক (পাকুন্দিয়া) কামাল উদ্দিন ছোটনসহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
জানা গেছে, দুটো কিউনিই বিকল হওয়া উপজেলার হোসেন্দী চরপাড়া গ্রামের বাসিন্দা আরিফুজ্জামান অর্থাভাবে কিডনি প্রতিস্থাপন করাতে পারছেন না। তার বড় ভাই শরিফুজ্জামান (৫০) তাকে একটি কিডনি দান করতে ইচ্ছুক হলেও প্রতিস্থাপনের ব্যয় ৫-৬ লাখ টাকা জোগাড় করা তাদের পক্ষে অসম্ভব।
ফলে কিডনির ব্যবস্থা হলেও অর্থাভাবে প্রতিস্থাপনে দেখা দিয়েছে অনিশ্চয়তা। এনিয়ে গত ১০ নভেম্বর ‘দৈনিক শতাব্দীর কণ্ঠ’ পত্রিকায় সংবাদ প্রকাশিত হয়। যা নজরে পড়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার। এ প্রেক্ষিতে গতকাল মঙ্গলবার তাঁর কার্যালয়ে ডেকে আরিফুজ্জামানের হাতে সহায়তার অর্থ তুলে দেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. বিল্লাল হোসেন বলেন, মানুষ মানুষের জন্য। ওই ব্যক্তির অসহায়ত্বের কথা গণমাধ্যমে জানতে পেরে ব্যক্তিগত উদ্যোগে সহায়তা করার ইচ্ছে পোষণ করি। তারই প্রেক্ষিতে আজ (গতকাল) তার হাতে সহায়তার সামান্য অর্থ তুলে দিয়েছি। সমাজের বিত্তবানদের তার পাশে থাকার জন্য অনুরোধ করছি।