পাকুন্দিয়া প্রতিনিধি, মো. তরীকুল হাসান :
কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় আসিয়া বারি আদর্শ বিদ্যালয়ে ২০২৫ শিক্ষাবর্ষে তৃতীয় থেকে নবম শ্রেণির ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে বিদ্যালয় ক্যাম্পাসে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে তৃতীয় থেকে নবম শ্রেণি পর্যন্ত ৫০৮ জন শিক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশ নেয়।
এসময় বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি আহমেদ ইউসুফ হোসেন তপু, বিডিএডুকেশনের চেয়ারম্যান সুমন আহমেদ, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নূরে আলম, সহকারী প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম পরীক্ষাকেন্দ্র পরিদর্শন করেন।
বিদ্যালয় সূত্রে জানা গেছে, গত ১৪ নভেম্বর থেকে ভর্তিফরম বিতরণ কার্যক্রম শুরু হয়। প্রথম থেকে নবম শ্রেণি পর্যন্ত মোট ৭৩৫টি ফরম বিতরণ করা হয়। অভিভাবকেরা জানান, বিদ্যালয়ের মনোরম ও সুশৃঙ্খল পরিবেশে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। লটারির মাধ্যমে ছেলে-মেয়েদের মেধা যাচায়ের সুযোগ নেই। পরীক্ষার মাধ্যমেই মূলত প্রকৃত মেধা যাচাই হয়ে থাকে।
এব্যাপারে আসিয়া বারি আদর্শ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নূরে আলম বলেন, প্রতি বছরই ভর্তি পরীক্ষার মাধ্যমে মেধা যাচাই করে ভর্তি কার্যক্রম সম্পন্ন হয়। এবছরও সুশৃঙ্খল পরিবেশে উৎসাহ উদ্দীপনার মধ্যদিয়ে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।