স্টাফ রিপোর্টার, মিঠামইন থেকে : কুড়িগ্রামে সাংবাদিককে নির্যাতনের ঘটনায় করা মামলায় অভিযুক্ত তৎকালীন জেলা প্রশাসনের রেভিনিউ ডেপুটি কালেক্টর (আরডিসি) নাজিম উদ্দিনকে ইটনা উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে (ইউএনও) পদায়ন করা হয়। এর একদিন পর ওই কর্মকর্তাকে প্রত্যাহার করা হয়েছে। গত রবিবার সন্ধ্যায় সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ মামুন শিবলী স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে প্রত্যাহারের বিষয়টি জানানো হয়। এর আগে শনিবার ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার কাউছার হামিদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে নাজিম উদ্দিনকে পদায়ন করা হয়েছিল।
জানা গেছে, কুড়িগ্রামের তৎকালীন জেলা প্রশাসক সুলতানা পারভীনের নামে সরকারি পুকুরের নামকরণ নিয়ে সংবাদ প্রকাশের জেরে ২০২০ সালের ১৩ মার্চ দিবাগত মধ্যরাতে সাংবাদিক আরিফকে তার বাড়ির দরজা ভেঙে তুলে নিয়ে যান জেলা প্রশাসনের কয়েকজন ম্যাজিস্ট্রেট ও আনসার সদস্য। এতে নেতৃত্ব দেন তৎকালীন আরডিসি নাজিম উদ্দিন। পরে ওই সাংবাদিককে জেলা প্রশাসকের কার্যালয়ে নিয়ে বিবস্ত্র করে নির্যাতন করে মাদক মামলায় কারাগারে পাঠানো হয়।
এ ঘটনায় দেশজুড়ে প্রতিবাদের ঝড় উঠলে এক দিনের মাথায় জামিনে মুক্তি পান আরিফ। পরবর্তীতে আরডিসি নাজিম উদ্দিনের বিরুদ্ধে সাংবাদিক আরিফকে হেনস্থার অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে নিম্নধাপে নামিয়ে দেওয়া হয়। সে সময় সাংবাদিক আরিফ একটি মামলা করেন নাজিম উদ্দিনের বিরুদ্ধে।
ফৌজদারি মামলার আসামি হওয়া সত্তে¡ও ইউএনও হিসেবে পদায়নের বিষয়ে জানতে চাইলে ঢাকা বিভাগীয় কমিশনার মো. সাবিরুল ইসলাম বলেন, নাজিম উদ্দিনের বিরুদ্ধে মামলা চলমান থাকার বিষয়টি আমার জানা ছিল না। পরে জানতে পেরেছি মামলাটি পিবিআই-এ তদন্তাধীন রয়েছে। মামলার বিষয়টি জানার পর আমি টেলিফোনে জনপ্রশাসন মন্ত্রণালয়কে অবহিত করেছি, এর প্রেক্ষিতে গত রবিবার তার পদায়নের বিষয়টি প্রত্যাহার করা হয়েছে। এদিকে প্রজ্ঞাপনের মাধ্যমে জানা গেছে, কিশেরগঞ্জের ইটনা উপজেলার ইউএনওর পদ থেকে প্রত্যাহারের পর নাজিম উদ্দিনকে বাণিজ্য মন্ত্রণালয়ের বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের উপপরিচালক হিসেবে বদলি করা হয়েছে।