তাজুল ইসলাম, প্রতিনিধি, ইটনা : শিক্ষাক্ষেত্রে বৈষম্য মানি না, মানবো না, শিক্ষাক্ষেত্রে কালো আইন মানি না, মানবো না, পদায়নের কালো আইন, বাতিল করতে হবে, করতে হবে। এমন সব স্লোগানকে সামনে রেখে ইটনা উপজেলা বেসরকারি মাধ্যমিক শিক্ষা পরিবার স্কুল কলেজ ও মাদরাসার শিক্ষক-শিক্ষিকাগণ মানববন্ধন করেছেন।
গতকাল মঙ্গলবার সকাল ১১টায় ইটনা উপজেলা পরিষদের সামনে মানববন্ধনে ইটনা নুরপুর ডি.ডি মাদরাসার সহকারি শিক্ষক সিরাজুল ইসলাম আতশিসহ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকাগণ অংশগ্রহণ করেন। মানববন্ধনে বৈষম্য দূরীকরণে মাধ্যমিক স্তরের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ, জাতীয়করণের পূর্ব পর্যন্ত শিক্ষা প্রশসানের বিভিন্ন পদে সরকারি স্কুলের শিক্ষকদের পদায়ন বন্ধ রাখা ও শিক্ষা সংস্কার কমিশন গঠনের দাবিতে মানববন্ধন করেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন, ইটনা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. সিরাজুল ইসলাম, থানেশ্বর স্কুল এন্ড কলেজ এর ভারপ্রাপ্ত অধ্যক্ষ রোকন উদ্দিন ভূঞা, লাইমপাশা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ হাবিবুর রহমান, ইটনা নুরপর ডি.ডি মাদরাসার সহ-সুপার মো. শফিউল আলম, রাজেন্দ্র আশলতা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ঝন্টু রায়, বড়িবাড়ি উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক সুধাংশু চন্দ্র বর্মন, জয়সিদ্ধি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক রুবেল আহমেদ, ইটনা বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক জীবু সুলতানা রুমা প্রমুখ। মানববন্ধন শেষে ইটনা উপজেলা নির্বাহী অফিসার এর বরাবরে একটি স্মারকলিপি প্রদান করা হয়।