প্রতিনিধি, ইটনা (কিশোরগঞ্জ) এম তাজুল ইসলাম : কিশোরগঞ্জ জেলার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেড ফৌজিয়া খান ইটনা উপজেলার আইন শৃঙ্খলা পরিস্থিতি, নিত্য প্রয়োজনীয় দ্রব্যের বাজার মূল্য নিয়ন্ত্রণ, শিক্ষা ও স্বাস্থ্য উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন অগ্রগতির বিষয়ে উপজেলার বিভিন্ন কর্মকর্তা, এলাকার গণ্যমান্য ব্যক্তি,
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি, মৎস্যজীবি প্রতিনিধি, উপজেলার বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, বনিক সমিতির প্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তি ও স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় মিলিত হন।
গতকাল মঙ্গলবার দুুপুর আড়াইটায় ইটনা উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ দিলশাদ জাহান এর সভাপতিত্বে উপজেলা পরিষদ হল রুমে মতবিনিময় সভায় পরিচয় পর্ব শেষে এলাকার বিভিন্ন সমস্যার কথা শুনেন এবং তা সমাধানের দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন জেলা প্রশাসক ফৌজিয়া খান।