কিশোরগঞ্জের ইটনায় নারী কৃষকদের নিয়ে ফেডারেশন গঠিত হয়েছে। গতকাল (২৭ জুন) উপজেলা পরিষদ হল রুমে দিনব্যাপী অনুষ্ঠিত আলোচনা সভায় এ নারী কৃষক ফেডারেশন গঠিত হয়। অক্সফাম এর সহযোগিতায় এবং ফ্রেঞ্চ ডেভেলপমেন্ট এজেন্সী-এএফডি’র অর্থায়নে উন্নয়ন সংঘ (ইউএস) ও ফ্যামিলি টাইস এর যৌথ বাস্তবায়নে ফেমিনিস্ট ইন এ্যাকশন প্রকল্পের আওতায় উইম্যান এমপাওয়ারমেন্ট-বেসড অর্গানাইজেশন (উই ডু) নারী কৃষকদের নিয়ে ফেডারেল গঠন উপলক্ষে আলোচনা সভার আয়োজন করে।
এতে প্রধান অতিথি ছিলেন ইটনা উপজেলা পরিষদের চেয়ারম্যান চৌধুরী কামরুল হাসান। আলোচনা সভায় সভাপত্বি করেন ইটনা উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মোছা. রোজী আক্তার। বিশেষ অতিথি ছিলেন ইটনা সদর ইউপি চেয়ারম্যান মো. সোহাগ মিয়।
ফ্যামিলি টাইস এর নির্বাহী পরিচালক ও উই ডু প্রকল্পের টেকনিক্যাল ডিরক্টের খুজিস্থা বেগম জোনাকী’র সঞ্চালনায় আলোচনা সভায় ৫০ জন নারী কৃষক, মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক এবং স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে নারী কৃষকদের নিয়ে ৫০ সদস্য বিশিষ্ট ফেডারেশন গঠন করা হয়। এতে সর্বসম্মতিক্রমে নার্গিছ আক্তারকে আহŸায়ক এবং রিমু আক্তারকে যুগ্ম আহŸায়ক করা হয়। নারী কৃষকদের ক্ষমতায়ন এবং কৃষিতে নারীর অবদানের স্বীকৃতি ও মর্যাদা লাভের অধিকার প্রতিষ্ঠায় ফেডারেশন কাজ করবে যেন নারী কৃষকরা অর্থনৈতিক ও সামাজিকভাবে নিজেদের প্রতিষ্ঠিত করতে পারেন।
এছাড়াও উপস্থিত ৫০ জন নারী কৃষকের প্রত্যেককে উইম্যান এমপাওয়ারমেন্ট থ্রু ডেভেলপিং কমিউনিটি-বেসড অর্গানাইজেশন (উই ডু) প্রকল্পের পক্ষ থেকে একটি করে ছাতা প্রদান করা হয়। এ সময় অন্যদের মধ্যে উই ডু প্রকল্পের প্রোগ্রাম অফিসার লিমা আক্তার, কমিউনিটি মোবিলাইজার নার্গিস প্রমুখ উপস্থিত ছিলেন। প্রেস রিলিজ।