প্রতিনিধি ইটনা : ইটনা উপজেলা নিবার্হী অফিসার মোঃ নাহিদ হোসেন এর বিদায় ও সহকারী কমিশনার (ভূমি) মোঃ তারিকুল আলমের বরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। গতকাল সকাল ১১ টায় ইটনা উপজেলা পরিষদ হল রুমে ইটনা উপজেলার পরিষদ চেয়ারম্যান চৌধুরী কামরুল হাসান, ইটনা থানা অফিসার ইনচার্জ মোঃ জাকির রব্বানি, ইটনা উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান শওকত হোসেন মীর জালাল, ইটনা উপজেলা কৃষি অফিসার উজ্জ¦ল সাহা, ইটনা থানা অফিসার ইনচার্জ তদন্ত শাহাবুদ্দিন, ইটনা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ জাবেদ পাঠান সহ উপজেলার বিভিন্ন কর্মকর্তা ও স্থানীয় সাংবাদিকগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান পরিচালনা করেন, ইটনা উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম।