তাজুল ইসলাম, প্রতিনিধি, ইটনা : কিশোরগঞ্জ জেলার ইটনা উপজেলায় পপি ডবিøউ এলসিআর এর কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সকাল ১১টায় ইটনা উপজেলা পরিষদ হলরুমে ইটনা উপজেলা নির্বাহী অফিসার মোছা. দিলশাদ জাহান এর সভাপতিত্বে স্বাগত বক্তব্যে পপি ডব্লিউ এলসিআর এর বিভিন্ন দিক তুলে ধরেন প্রজেক্ট কো-অর্ডিনেটর সতেন্দ্র নাথ মিত্র।
উপস্থিত ছিলেন ইটনা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. অতিশ দাস রাজীব, ইটনা থানা অফিসার ইনচার্জ মো. জাকির রব্বানী। কর্মশালায় ইটনা উপজেলার বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, বিভিন্ন কর্মকর্তা, শিক্ষক, প্রকল্পের সাথে অন্তর্ভুক্ত ইটনা বালিকা উচ্চ বিদ্যালয় ও রাজেন্দ্র আশালতা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠান পরিচালনা করেন পপি ডবিøউ এলসিআর এর ফিল্ড অফিসার রুহুল আমিন। সহযোগিতায় ছিলেন পপি ডব্লিউ এলসিআর এর প্রভাতি রানী দাস।