স্টাফ রিপোর্টার : ইটনা থানার পুলিশ বিদেশি মদ ও গাঁজাসহ দুই জনকে আটক করেছে। আটকরা হলো- ইটনা উপজেলার ইটনা পশ্চিমগ্রামের (কানিহাটি) মো. লালন মিয়া (২২) ও হিরণপুর গ্রামের মো. বুদু মিয়া (৩৭)। গত সোমবার (১৫ জুলাই) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে গোপনসূত্রে খবর পেয়ে ইটনা থানার এসআই (নি.) মো. উজ্জ্বল মিয়ার নেতৃত্বে পুলিশ মো. লালন মিয়ার ঘরে অভিযান চালায় এবং আসামিদ্বয়কে গ্রেফতার করে তাদের হেফাজত থেকে দুই বোতল বিদেশি মদ ও ২৫০ গ্রাম গাঁজা উদ্ধার করে। এ ব্যাপারে ইটনা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।