প্রতিনিধি ইটনা : ‘দফা এক, দাবি এক, ছিদ্দিক স্যারের পদ ত্যাগ। শিক্ষা নিয়ে বাণিজ্য, চলবে না, চলবে না। শিক্ষকদের রাজনীতি বন্ধ হউক বন্ধ হউক’, এমন সব ¯েøাগানে উত্তাল ইটনা উপজেলা। ২৫শে আগস্ট সকাল ১১টায় ইটনা উপজেলার সচেতন নাগরিক সমাজ এবং মহেশ চন্দ্র সরকারি মডেল শিক্ষা নিকেতনের সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা ইটনা উপজেলার হাসপাতাল পুরাতন কোয়ার্টার থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে।
ইটনায় মহেশ চন্দ্র মডেল সরকারি শিক্ষা নিকেতনের প্রধান শিক্ষক আবু বক্কর ছিদ্দিক এর অনিয়ম, দুর্নীতি, শিক্ষা বাণিজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিলটি ইটনা উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণের পর ইটনা উপজেলা পরিষদ এর সামনে গিয়ে সমবেত হয়ে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ তারিকুল আলম এর বরাবরে একটি লিখিত অভিযোগ পত্র দেওয়া হয়।
অভিযোগ পত্রের বিবরণ থেকে জানা যায়, মহেশ চন্দ্র মডেল সরকারি শিক্ষা নিকেতনের প্রধান শিক্ষক আবু বকর ছিদ্দিক ক্ষমতার অপব্যবহার করে স্কুলের সহকারী প্রধান শিক্ষক পান্না লাল দেবনাথকে সাথে নিয়ে স্কুলে গোপনে দিতেন নেশার আড্ডা, বিদ্যালয়ের ফান্ডের টাকা খরচ করতেন নিজ খেয়াল খুশি মতো। এছাড়াও রয়েছে সনদ কেনা বেচার সঙ্গে জড়িত। শিক্ষা বাণিজ্যসহ ক্ষমতার অপব্যবহার করে কিশোরগঞ্জ জেলা শহর সহ নিজ গ্রামে গড়ে তুলেছেন ছয় ছয়টি বাড়ী। অপর দিকে রয়েছে কোটি টাকার আবাদি জমিও।
শুধু তাই নয় নামে বেনামে ও রয়েছে অনেক সম্পত্তি। বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে সার্টিফিকেট সংগ্রহ করে বেচাকেনা করে গড়েছেন টাকার পাহাড়। মহেশ চন্দ্র মডেল সরকারি শিক্ষা নিকেতন শিক্ষক ও কর্মচারী নিয়োগ দিয়ে কামিয়েছেন টাকার পাহাড়। এ বিষয়ে ইটনা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ তারিকুল আলম এর নিকট জানতে চাইলে তিনি বলেন, অভিযোগ পত্র পেয়েছি, আইনানুযায়ী শান্তিপূর্ণ সমাধান ও যথাযথ কর্তৃপক্ষের নিকট অভিযোগ প্রমানিত হলে তাকে অব্যাহতি দিবে অথবা বহাল থাকিবে।