প্রতিনিধি ইটনা : প্রাণিসম্পদে ভরবো দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ। এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে গতকাল দুপুরে সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ অডিটরিয়াম মাঠে ইটনা উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তর ও ভেটেনারী হাসপাতাল আয়োজিত সারা বাংলাদেশের ন্যায় প্রাণিসম্পদ মেলা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাক্তার মোঃ উসমান গণির সভাপতিত্বে প্রধান অতিথির আসন গ্রহণ করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও ইটনা উপজেলার আওয়ামী লীগের সভাপতি চৌধুরী কামরুল হাসান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইটনা থানার অফিসার ইনচার্জ জাকির রাব্বানী। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন প্রাণিসম্পদ খামারী শাহজাহান মিয়া, তাপস রায়, সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মাও: তাজুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম ঠাকুর, ইটনা উপজেলার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সোহরাব উদ্দিন ঠাকুর প্রমুখ। প্রাণিসম্পদ হাসপাতালের ভেটেনারী সার্জন ডাক্তার শাহিন এর সঞ্চালনায় অনুষ্ঠান চলাকালে বক্তাগণ প্রাণিসম্পদ উন্নয়নের লক্ষে বক্তব্য রাখেন। প্রাণিসম্পদ মেলায় ৩১টি স্টল স্থাপন করা হয়। এলাকার খামারীগণ ষাড়, গরু, গাভী ও ঘোড়া সহ বিভিন্ন জাতীয় পশু নিয়ে আসিলে মেলার সভাপতি ও প্রধান অতিথি প্রতিটি স্টল ঘুরে ঘুরে দেখেন ও তিন ক্যাটাগড়ীতে খামারীদের মেধ্যে পুরস্কার বিতরণের মাধ্যমে প্রাণিসম্পদের মেলা সমাপ্তি ঘোষণা করেন।