প্রতিনিধি ইটনা : ইটনায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার সকাল ১১টায় উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে জাতীয়তাবাদী দল বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীগণ ইটনা পুরান বাজারের পশ্চিম দিকে সমবেত হয়। মিছিলে বিগত দিনে ইটনা উপজেলা বিএনপি নেতাকর্মীদেরকে বিভিন্ন প্রকার হয়রানী ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি করেন।
মিছিলে আওয়ামী লীগ নেতাকর্মীদেরকে হুশিয়ার ও সাবধান হওয়ার জন্য স্লোগান তুলা হয়। এমনকি যারা ইটনা উপজেলা বিএনপি নেতাকর্মীদেরকে মিথ্যা মামলার মাধ্যমে হয়রানী করেছে তাদেরকে উপজেলায় প্রবেশের পথ বন্ধ করে দিবে বলে মিছিলের স্লোগান তুলেন। মিছিলে ইটনা উপজেলা বিএনপি শত শত নেতাকর্মীগণ অংশগ্রহণ করেন।
মিছিলটি উপজেলার বিভিন্ন সড়ক পদক্ষিন পর ইটনা বাজারের পূর্ব দিকে নদীর পাড়ে গিয়ে এক সমাবেশে মিলিত হয়। বক্তব্য রাখেন ইটনা উপজেলা বিএনপি যুব দলের যুবদল নেতা সাবাজ মিয়া, ইটনা ইউনিয়ন বিএনপি সভাপতি এম এ ছালেক, ইটনা উপজেলা বিএনপি যুগ্ম সাধারণ সম্পাদক মনির উদ্দিন, ইটনা উপজেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক তরিকুল ইসলাম জুয়েল, ইটনা উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক ছিদ্দিকুজ্জামান ঠাকুর স্বপন, সভাপতি এস এম কামাল হোসেন, ও অসংখ্য নেতাকর্মীগণ। অনুষ্ঠান পরিচালনা করেন, ইটনা উপজেলা ছাত্রদল সভাপতি আজাদুর রহমান সুজন।