প্রতিনিধি ইটনা : কিশোরগঞ্জ জেলা দুর্নীতি দমন কমিশনের উদ্যোগে ইটনা উপজেলায় বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। গতকাল সকাল ১০টায় ইটনা উপজেলা পরিষদ হল রুমে সততা সংঘের বিতর্ক প্রতিযোগিতায় মহেশ চন্দ্র মডেল শিক্ষা নিকেতন, ইটনা বালিকা উচ্চ বিদ্যালয়, রাজেন্দ্র আশালতা উচ্চ বিদ্যালয় এবং থানেশ্বর স্কুল এন্ড কলেজ অংশগ্রহণ করেন।
প্রথম পর্বে দুর্নীতি দমনে রাষ্ট্রীয় আইনই যথেষ্ট এবং মূল্যবোধ ও দেশপ্রেমের অভাবেই দুর্নীতির বিস্তার ঘটে দুইটি বিষয়ের উপর উল্লেখিত শিক্ষা প্রতিষ্ঠান গুলো অংশগ্রহণ করেন। তাদের মধ্যে থেকে থানেশ্বর স্কুল এন্ড কলেজ ও ইটনা বালিকা উচ্চ বিদ্যালয় শ্রেষ্ঠ হলে দ্বিতীয় পর্বে তথ্য প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহারই দুর্নীতি মুক্ত সমাজ ব্যবস্থায় মূখ্য ভূমিকা রাখতে পারে বিষয়ের উপর বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হলে থানেশ্বর স্কুল এন্ড কলেজ ও ইটনা বালিকা উচ্চ বিদ্যালয় এর মধ্য থেকে থানেশ্বর স্কুল এন্ড কলেজ শ্রেষ্ঠ প্রতিযোগি হিসেবে বিবেচিত হয়।
উপস্থিত ছিলেন ইটনা উপজেলা পরিষদ চেয়ারম্যান চৌধুরী কামরুল হাসান, ইটনা উপজেলা নির্বাহী অফিসার মোঃ নাহিদ হোসেন, কিশোরগঞ্জ জেলার দুদক এর সহকারী পরিচালক মাহাথীর মুহাম্মদ সামী, ইটনা থানা অফিসার ইনচার্জ জাকির রব্বানি, ইটনা উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি সভাপতি বীর মুক্তিযোদ্ধা রওশন আলী রশো, সাধারণ সম্পাদক রুকুনুদ্দিন ভূইয়া সহ ইটনা উপজেলার দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য সিরাজুল ইসলাম আতশি, উপজেলার দুর্নীতি প্রতিরোধ কমিটির বিভিন্ন সদস্য, ইটনা উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক নজরুল ইসলাম ঠাকুর প্রমুখ।
বিতর্ক প্রতিযোগিতায় বিচারক মন্ডলীর দায়িত্ব পালন করেন ইটনা সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের বিভাগীয় প্রধান প্রকৌশলী মোঃ জসিম উদ্দিন, ইটনা উপজেলা কৃষি অফিসার উজ্জল সাহা, রাষ্ট্রপতি আব্দুল হামিদ কলেজের প্রভাষক তন্ময় রায় মিঠুন, মডারেটরের দায়িত্ব পালন করেন ইটনা উপজেলার দুর্নীতি প্রতিরোধ কমিটির সাবেক সভাপতি ফজলুর রহমান। এছাড়া বিতর্ক প্রতিযোগিতায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থী ও স্থানীয় সাংবাদিকগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে শ্রেষ্ঠ প্রতিযোগিদের মাঝে পুরস্কার বিতরণ, অংশগ্রহণকারী উপস্থিত প্রতিযোগিদের মাঝে বিভিন্ন শিক্ষা উপকরণ প্রদান করা হয়। অনুষ্ঠান পরিচালনা করেন ইটনা উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য মোঃ তাজুল ইসলাম।