বিজয় কর রতন, প্রতিনিধি, মিঠামইন (কিশোরগঞ্জ) : কিশোরগঞ্জের ইটনায় ইঞ্জিন চালিত নৌকা ডুবে সামসুন নাহার (৫৫) নামের এক গৃহবধু নিহত হয়েছেন। গতকাল দুপুরে হালালের হাওড়ের বেকি বিলে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত মহিলা সদরের হাজারীকান্দা গ্রামের আলাল মিয়ার স্ত্রী। ইটনা থানার ওসি জাকির রাব্বানী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, রায়টুটি ইউনিয়নের আড়লিয়া গ্রামে মেয়ের বাড়ি থেকে ইঞ্জিন চালিত নৌকায় তিন নাতি-নাতনি নিয়ে নিজ বাড়িতে আসার পথে বেকি বিলে ঝড়ের কবলে পড়লে নৌকাটি উল্টে ডুবে যায়। পরে স্থানীয় কয়েককজন মৎস্যজীবী যাত্রীদের উদ্ধার করে ইটনা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সামসুন নাহার কে মৃত ঘোষণা করেন।