প্রতিনিধি, ইটনা, মো. তাজুল ইসলাম : কিশোরগঞ্জ জেলার ইটনা উপজেলায় জাতীয়তাবাদী যুবদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। গতকাল রবিবার বেলা ১১টায় ইটনা পুরাতন বাজার নদীর পাড় সংলগ্ন মাঠে ফ্রি মেডিকেল ক্যাম্প, অসহায় মানুষের মাঝে বস্ত্র বিতরণ করা হয়। পরে এক বর্ণাঢ্য র্যালি বের হয়ে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণের পর এক আলোচনা সভায় মিলিত হয়।
সভায় ইটনা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক তরিকুল ইসলাম জুয়েল, ইটনা উপজেলা যুবদলের সদস্য-সচিব এডভোকেট তানজির সিদ্দিকী রিয়াদ, সিনিয়র যুগ্ম-সম্পাদক নুরুল ইসলাম অপু, যুগ্ম-সম্পাদক আবুল কালাম আজাদ, যুগ্ম-সম্পাদক শিয়াব উদ্দিন টিপু, যুগ্ম-সম্পাদক মিজানুর রহমান, সালাউদ্দিন আহমেদ, ইটনা উপজেলা ছাত্রদলের আহŸায়ক আজাদুর রহমান সুজন,
ইটনা উপজেলা ছাত্রদলের কলেজ শাখার সভাপতি সাইফুল ইসলাম অপু, সাধারণ সম্পাদক মো. রকিব মিয়া, ইটনা সদর ইউনিয়ন যুবদলের সভাপতি জামাল মিয়া, সাধারণ সম্পাদক নুরুজ্জামান, সেচ্ছাসেবক দলের আহŸায়ক মনছুর মিয়া, এরশাদ মিয়া প্রমুখসহ ইটনা উপজেলা বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীগণ বক্তব্য রাখেন। এছাড়া জাতীয়তাবাদী যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন করা হয়।