প্রতিনিধি, ইটনা, মো. তাজুল ইসলাম : ইটনা উপজেলায় দুর্নীতি প্রতিরোধ কমিটির সহযোগিতায় উত্তম চর্চার বিকাশে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। গত মঙ্গলবার (২৯ অক্টোবর) বেলা ১১টায় থানেশ্বর স্কুল এন্ড কলেজে সততার সঙ্গের দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইটনা উপজেলার দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি সুধাংশু চন্দ্র বর্শন, বিশেষ অতিথি হিসেবে ছিলেন থানেশ্বর স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও ইটনা উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক রোকন উদ্দিন ভূঞা, দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য মাওলানা সিরাজুল ইসলাম আতশি।
উক্ত অনুষ্ঠানে প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে কিশোরগঞ্জ জেলার দুর্নীতি দমন কমিশনের সহকারী উপ-পরিচালক মাহাতির মোহাম্মদ সামি উপস্থিত থেকে সততার সঙ্গের দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করেন।
অনুষ্ঠান পরিচালনা করেন ইটনা উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য ও বিশিষ্ট সাংবাদিক মাওলানা তাজুল ইসলাম।
উল্লেখ্য যে, কিশোরগঞ্জ জেলার বিভিন্ন উপজেলায় সততার সঙ্গের দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের মাঝে ধারাবাহিকভাবে শিক্ষা উপকরণ বিতরণ করা হচ্ছে।